Tসকলকে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও গীতল শুভেচ্ছা রইলো। একুশ শতকের উষালগ্নে বৈশ্বিক গ্রামের নবীন সদস্য হিসেবে বাংলাদেশের ঈর্ষণীয় অংশ গ্রহণের সমরেখায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ শপথের সুবর্ণ রেখায় নাম লিখিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমৃদ্ধ সীমান্ত রেখায় পা রেখে এই মহাবিদ্যালয় অন লাইনে ভর্তি ও অ্যাকাডেমিক সমস্ত কার্যক্রম সম্পন্ন করে চলেছে। আধুনিক বাংলাদেশ তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার সমস্ত উপকরণ ও প্রশিক্ষণ প্রদানের কর্মসূচি রয়েছে এই প্রতিষ্ঠানের। অধ্যয়ন, আনুগত্য, শৃঙ্খলা ও অধ্যবসায় যে কোনো শিক্ষার্থীর সাফল্যের চাবিকাঠি। সচেতন অভিভাবকমহল এই প্রতিষ্ঠানে তার সার্বিক অনুশীলন ও উপস্থাপন প্রত্যক্ষ করতে পারবেন। প্রত্যেক শিক্ষার্থীর সাফল্যের শিখরে পৌঁছানোর আন্তরিক উদ্যোগে অঙ্গীকারাবদ্ধ এই প্রতিষ্ঠান। প্রশিক্ষিত জাতি গঠনে সকলের সহযোগিতার প্রত্যাশায় আগামী দিনের পথ চলা শুভ হোক
.
.
N.S Road, Kushtia, Bangladesh
+880 017 2222 5501
info@kic.edu.bd
Copyright © KIC KUSHTIA. All Rights Reserved.
Designed by Kushtia Islamia College